Home আন্তর্জাতিক ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌকায় আরেকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবারের এই হামলা আসে এমন সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক হামলাগুলো নিয়ে নতুন করে নজরদারির মুখে পড়েছে। এর আগে ২ সেপ্টেম্বর একটি নৌকায় দুটি পৃথক হামলা চালানো হয়েছিল।

বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের দ্বিতীয় হামলা সম্ভাব্যভাবে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সর্বশেষ হামলার নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি ‘নির্ধারিত সন্ত্রাসী সংগঠন’-এর পরিচালিত জাহাজের ওপর প্রাণঘাতী কাইনেটিক স্ট্রাইক চালিয়েছে।

তারা জানায়, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল যে নৌকাটিতে অবৈধ মাদক ছিল এবং এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল। নৌকায় থাকা চারজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হয়েছে।

ট্রাম্প প্রশাসন এই মাসব্যাপী অভিযানে ইতোমধ্যে ৮০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে।

সূত্র: আলজাজিরা, সিবিএস নিউজ

Exit mobile version