Home আন্তর্জাতিক মোদীর সঙ্গে কার্যকর বৈঠক হয়েছে: পুতিন

মোদীর সঙ্গে কার্যকর বৈঠক হয়েছে: পুতিন

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠককে ‘কার্যকর’ বলে উল্লেখ করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার নয়াদিল্লিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

পুতিন বলেন, রাশিয়া-ভারত আলোচনা ‘গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। যা দুই দেশের মধ্যে বিশেষ বিগত সময়ের অংশীদারিত্বকে প্রতিফলিত করে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারতীয় সহকর্মীদের সঙ্গে আলোচনাসভা, এবং গতকাল সন্ধ্যায় মোদির সঙ্গে ব্যক্তিগত মধ্যাহ্ণভোজে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’ তিনি মধ্যাহ্ণভোজের জন্য মোদিকে ধন্যবাদ জানিয়ে এটিকে ‘চিন্তাশীল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

পুতিন জানান, শুক্রবার তাদের আনুষ্ঠানিক বৈঠকে মস্কো ও নয়াদিল্লির মধ্যে বহুমুখী সম্পর্কের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

রাশিয়ার নেতা জানান, তিনি ও ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা নিয়মিত ফোনেও কথা বলি, রাশিয়া-ভারত সহযোগিতার সব ধরনের কৌশলগত উন্নয়ন ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক প্রকল্পের বাস্তবায়ন ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করি।’

ভ্লাদিমির পুতিন তার প্রতিনিধি দলকে উষ্ণ আতিথ্য প্রদানের জন্য ভারতের সহকর্মী, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, প্রধানমন্ত্রী মোদি ও অন্যান্য ভারতীয় সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: তাস

Exit mobile version