Home কানাডা খবর গণহারে বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা বাতিল করতে যাচ্ছে কানাডা

গণহারে বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা বাতিল করতে যাচ্ছে কানাডা

অনলাইন ডেস্ক : গণহারে বিদেশিদের ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে কানাডা সরকার। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশ ও ভারত থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে।

কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের কাছে আসা নথিতে দেখা যায়, দেশটির অভিবাসীবিষয়ক অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসা নামে জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এ জন্য তাদের ক্ষমতা ব্যাপকহারে বাড়ানো।

অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘সুনির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ’ হিসেবে তুলে উল্লেখ করে এই ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। গণহারে ভিসা বাতিলের ক্ষমতা কী কী ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেই তালিকায় ‘নির্দিষ্ট দেশের ভিসাধারীদের’ কথা উল্লেখ করা হয়েছে।

যদিও প্রকাশ্যে অভিবাসনবিষয়ক মন্ত্রী লেনা দিয়াব এই ক্ষমতা চাওয়ার কারণ হিসেবে কেবল মহামারি বা যুদ্ধের কথা বলেছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি। এই ক্ষমতা রেখে বিল সি–১২ নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার দ্রুত এটি পাস করার আশা করছে।

এদিকে, সুশীল সমাজের ৩০টির বেশি সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে, গণহারে বাতিলের ক্ষমতা সরকারকে ‘গণবহিষ্কারের যন্ত্র’ স্থাপন করার ক্ষমতা দেবে।

অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন, আবেদন জট কমাতে সরকার এই ক্ষমতা চাইছে কি না। আইআরসিসি অবশ্য গত মাসে সিবিসিকে জানিয়েছিল, ‘সুনির্দিষ্ট গোষ্ঠী বা পরিস্থিতি’ মাথায় রেখে নতুন প্রস্তাব নেয়া হয়নি।

Exit mobile version