Home কানাডা খবর জনসন অ্যান্ড জনসনের টিকা নিষিদ্ধ করল হেলথ কানাডা

জনসন অ্যান্ড জনসনের টিকা নিষিদ্ধ করল হেলথ কানাডা

অনলাইন ডেস্ক : কানাডায় জনসন অ্যান্ড জনসনের টিকা বিতরণ ও প্রদান নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ হেলথ কানাডা। এই টিকায় ব্যবহৃত কিছু উপাদানের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়ায় ১ম দফায় আসা ৩ লাখ ডোজ বিতরণ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া শুরুর কথা ছিল, কিন্তু এখন তা বন্ধ রাখা হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী কানাডাকে দেয়ার জন্য জনসন অ্যান্ড জনসনের টিকা বাল্টিমোর ও ম্যারিল্যান্ডের ফ্যাক্টরিতে উৎপাদনের কথা থাকলেও তা রক্ষা করা হয়নি। এছাড়া ফোর্ড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন টিকায় ব্যবহৃত কিছু উপাদানের মান নিয়েও প্রশ্ন তুলেছে। এসব কারণে এই টিকা আপাতত বিতরণ করা হচ্ছে না। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস

Exit mobile version