Home কানাডা খবর টরন্টোয় বসবাসরত মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীদের ক্ষোভ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

টরন্টোয় বসবাসরত মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীদের ক্ষোভ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

টরন্টো: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় টরন্টোয় বসবাসরত বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও চেতনা বিরোধী উগ্র ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটেছে। এদের নিজস্ব উগ্র বিশ্বাস ও ভাবনা চাপিয়ে দেয়ার দৌরাত্ম্য এতোদূর পৌঁছেছে যে, স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে তাদেরই অনুসারী ধর্মান্ধ ও জঙ্গী গোষ্ঠীর হাত। আমরা এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদের অবিলম্বে বিচারের আওতায় এনে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাই।

স্বাক্ষরকারীগণ হলেন : আসাদ চৌধুরী, ইকবাল হাসান, তাজুল মোহাম্মদ, সুমন রহমান, সৈয়দ ইকবাল, আজিজুল মালিক, ব্যারিস্টার কামরুল হাফিজ আহমেদ, মিজানুর রহমান, এনায়েত করিম বাবুল, জগলুল আজিম রানা, ফয়েজ নূর ময়না, আহমেদ হোসেন, মনিস রফিক, আকতার হোসেন, জাহানারা আখতার, দেলওয়ার এলাহী, পারভেজ চৌধুরী, বিদ্যুৎ রঞ্জন দে, সৌমেন সাহা, মিনারা বেগম, আরিফ হোসেন বনি, নজরুল ইসলাম মিন্টো, শহিদুল ইসলাম মিন্টু, সোলায়মান তালুত রবিন, শওগাত আলী সাগর, খসরু চৌধুরী, ফারজানা আজিম শিউলী, নাসির উদ দুজা, সাহিদুল আলম টুকু, সাইফুল ওয়াদুদ হেলাল, সৈয়দ নাজমুল হোসেন মনা, আজিজুর রহমান প্রিন্স, হিমাদ্রী রয় সঞ্জীব, বিদ্যুৎ সরকার, রনি প্রেন্টিস রয়, বাবলু হক, আমিন মিয়া, ঈশাত আরা মেরুনা, অরুনা হায়দার, ম্যাক আজাদ, মেরী রাশেদীন, মোহাম্মদ হাবিব উল্লাহ, সাদী আহমেদ, তুষার গায়েন, আঞ্জুমান রোজী, ফেরদৌস নাহার, মৈত্রেয়ী দেবী, নাহিদ কবির কাকলি, শাহজাহান কামাল, নাদিম ইকবাল, রিয়াজ মাহমুদ, নয়ন হাফিজ, নওশের আলী, ফায়েজুল করিম, নুরুল আলম লাল, গৌতম সিকদার, ফারহানা পল্লব, ফারহানা শান্তা, সুমন সাইয়েদ, হোসনে আরা জেমী, দিলারা নাহার বাবু, ড. মাহবুব রেজা, মেহরাব রহমান, মোঃ মাহমুদ হাসান, আহসান রাজীব বুলবুল, মহিবুল ইসলাম, সুব্রত পুরু, আফিয়া বেগম, আসমা হক, মামুনুর রশীদ, তাজউদ্দীন আহমদ, ভজন সরকার, শ্যামল বসাক, দীনা সাইয়েদ, নুসরাত জাহান চৌধুরী শাঁওলী, তানজীর আলম রাজীব, মাহমুদুল ইসলাম সেলিম, মোহাম্মদ বাশার ও সুভাষ দাশ। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version