
আরিফ হোসেন বনি : টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী জুলাই মাসের ১৮ থেকে ২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৫শে ফেব্রæয়ারি, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল এই ঘোষণা দেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এবারের ছয় দিনব্যাপী মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন-পার্সন এবং অনলাইন দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৮ই জুলাই’য়ে টরন্টোর এগলিন্টন সিনে কমপ্লেক্সে এবং সমাপনী অনুষ্ঠান হবে ২৩শে জুলাই’য়ে ২২৩৬ কুইন্স এভিনিউ ইস্ট এর ঐতিহ্যবাহী ফক্স থিয়েটারে। অন্য চারদিন চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে। এ চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। এটা উপভোগ করার জন্য কাউকে অর্থ ব্যয় করে টিকিট কাটতে হবে না। তবে আসন সংখ্যা সীমিত হবার জন্য যারা এই চলচ্চিত্র উৎসব উপভোগ করতে চাইবেন, তাদের পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে অথবা টরন্টো ফিল্ম ফোরামের অফিস থেকে প্রেক্ষাগৃহের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরাম চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন। যাত্রার একেবারে শুরু থেকে টরন্টো ফিল্ম ফোরাম তার কাজের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং প্রতি মাসেই চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র সংশ্লিষ্ট আলোচনা এবং যে কোন মননশীল অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই সংগঠন চলচ্চিত্র নির্মাণ ছাড়াও চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা প্রকাশ করে থাকে। টরন্টো ফিল্ম ফোরাম মনে করে, চলচ্চিত্র শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, বরং ‘চলচ্চিত্র’ নামক এই মাধ্যম হচ্ছে সুন্দর চেতনা শাণিত করার একটা পথ, যা সুন্দর মানুষ, সমাজ, দেশ এবং পৃথিবী গড়ার জন্য মননশীল আর সংবেদনশীল মানুষদের প্রতিনিয়ত সহযোগিতা করে থাকে।
২০১৭ সালে কানাডা ফেডারেশনের ১৫০ বার্ষিকী উপলক্ষে বহুজাতিক কানাডার স¤প্রীতির পরিবেশকে আরও স¤প্রীতিপূর্ণ করার জন্য সেই বছর থেকেই টরন্টো ফিল্ম ফোরাম ‘মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর আয়োজন করে আসছে। এই চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন জাতির এবং ভাষার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনী এবং একে অপরের মধ্যে সৌহার্দের সম্পর্ক বৃদ্ধি করা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চলচ্চিত্র উৎসব ধারাবাহিকভাবে প্রতি বছর প্রেক্ষাগৃহে আয়োজন করতে পারলেও করোনাজনিত কারণে ২০২০ সালে আমরা চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে পারি নি। তবে করোনা পরিস্থিতির মধ্যেও ২০২১ সালের ২৩শে সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিন ব্যাপী অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে ১১০টা দেশের ৩০০ চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং সারা পৃথিবী থেকে ২,৭১,৮১১ দর্শক এই অনলাইন উৎসবে অংশগ্রহণ করেন।
এ বছরের টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে সিংহভাগ চলচ্চিত্র থাকবে কানাডার অন্টারিও প্রভিন্সের চলচ্চিত্র নির্মাতাদের। এসব চলচ্চিত্র নির্বাচনে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন লিঙ্গ, নারী, নতুন অভিবাসী এবং আদিবাসী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র। সেই সাথে প্রাধান্য দেয়া হবে নবীন স্বাধীন এবং বিকল্পধারার চলচ্চিত্রনির্মাতাদের। এই চলচ্চিত্র উৎসব সফল করার জন্য এবং ব্যাপক দর্শকের কাছে পৌঁছিয়ে দেবার জন্য টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের সাথে কাজ করার জন্য প্রতিবারের মত এক দল ভলান্টিয়ার থাকবেন। ভলান্টিয়াররা মূলত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হলেও, চলচ্চিত্রপ্রেমী যে কেউ ভলান্টিয়ার হতে পারবেন।
টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের জানান, এবারের চলচ্চিত্র উৎসবে ইন-পার্সন এবং অনলাইন এ একশ’র মত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে এবং স্বল্প দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র, পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্রের শাখায় শ্রেষ্ঠ তিনটি চলচ্চিত্রকে পুরস্কার দেয়া হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই উৎসবে চলচ্চিত্র জমা দেবার জন্য ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে পৃথিবীর চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহবান জানানো হয়েছে। আজ পর্যন্ত ১০২টি দেশের ১২৯৮টি চলচ্চিত্র এই উৎসবের জন্য জমা পড়েছে। আগামী ৩রা জুন পর্যন্ত চলচ্চিত্র জমা নেয়া হবে। এই ব্যাপক সংখ্যার চলচ্চিত্র জমা পড়া প্রমাণ করে পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের কাছে এই উৎসবের গ্রহণযোগ্যতা এবং আকর্ষণ জন্মেছে। চলচ্চিত্র জমা দেবার লিংক হচ্ছেtorontofilmforum2014@gmail.com অথবা https://filmfreeway.com
টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ইতোমধ্যে দেশ-বিদেশের সুধি সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আনন্দের সংবাদ হচ্ছে, অন্টারিও আর্ট কাউন্সিল এবারের টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এ টরন্টো ফিল্ম ফোরামের পার্টনার হিসেবে অংশ নিচ্ছে।
টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ এ উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মনিস রফিক, সহ সাধারণ সম্পাদক ফয়েজ নুর ময়না, অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, অনুষ্ঠান সম্পাদক সোলাইমান তালুত রবিন, অফিস সম্পাদক বিদ্যুৎ সরকার, ফিল্ম স্ক্রীনিং সম্পাদক রেজিনা রহমান, প্রেস এন্ড পাব্লিকেশন সম্পাদক আরিফ হোসেন বনি, প্রচার সম্পাদক গৌতম শিকদার, কার্য নির্বাহী সদস্য অপু রোজারিও, শিখা রঊফ, গোপা চৌধুরী, আরিফ ভূঁইয়া এবং শারমিন শরীফ।