Home কানাডা খবর ডলি বেগমের জন্য শুভ কামনা

ডলি বেগমের জন্য শুভ কামনা

শওগাত আলী সাগর : ১. ডলিকে আমি বলি- আমাদের মেয়ে, আওয়ার ডটার। কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি তিনি। আমাদের মেয়ে কিংবা আওয়ার ডটার বলতে যে কেবল আমাদের মানে বাংলাদেশি কন্যা- বোঝায়- তা নয়। ডলি বেগম আসলে অন্টারিওর রাজনীতিতে ’ইমিগ্র্যান্ট’স ডটার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।

২. অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেনেট ১২৪ জন এমপিপি আছেন। কিন্তু সবার অস্তিত্ব টের পাওয়া যায় না। কানাডার রাজনীতির চর্চ্যাটাই এমন যে দলের মূল নেতাদের বাইরে এমপি/ এমপিপিদের অস্তিত্ব তেমন একটা অনুভব করা যায় না। বিরোধী দলের হলে তো আরো না। কিন্তু অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে মূল নেতাদের পাশাপাশি ডলি বেগমের অস্তিত্ব দৃশ্যমান, একেবারে খালি চোখেই দৃশ্যমান। সাধারন নাগরিকদের সমস্যা নিয়ে, অভিবাসীদের সমস্যা নিয়ে তিনি এতোটাই সোচ্চার যে সংসদ অধিবেশন চলাকালে মূল নেতাদের পাশাপাশি মেইনস্ট্রিম মিডিয়ায় ডলির উপস্থিতি থাকে প্রবলভাবে।

৩. ২০১৮ সালে ডলি বেগম যখন প্রভিন্সিয়াল নির্বাচনে এনডিপি থেকে প্রার্থী হন, তখন তাকে প্রবলভাবেই সমর্থন করেছিলাম। ডলি বেগমের রাজনৈতিক দল এনডিপির সমর্থক না হওয়া সত্তে¡ও তার পক্ষে সক্রিয় হয়েছিলাম। ডলি বেগম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী- এই পরিচয়টি চুম্বকের মতো আকর্ষন করেছিলো, ডলির যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড, ডলির কথাবার্তা- সব মিলিয়ে মনে হয়েছিলো- ডলিই হতে পারেন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম জনপ্রতিনিধি। সেবার ডলি ইতিহাস তৈরি করেছিলেন।

৪. কালের পরিক্রমায় আবার নির্বাচনের সময় ফিরে এসেছে অন্টারিওতে, আগামী ২ জুন প্রভিন্সিয়াল নির্বাচনের দিক্ষণ ঘোষনা করা হয়েছে। ডলি বেগম আবার প্রার্থী হয়েছেন স্কারবোরো সাউথ্ওয়েষ্ট নির্বাচনী এরাকা থেকে। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি তার প্রর্থীতা ঘোষনা করেছেন। ডলির মনোনয়ন ঘোষনার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে হাজির হয়েই তার প্রতি সমর্থন জানিয়ে এসেছি। ডলি আবারো নির্বাচিত হোক- সেই শুভ কামনা জানিয়ে এসেছি।

৫. স্কারবোরো সাউথ্ওয়েষ্টের পাশাপাশি ্ওকভিল এলাকায়লিবাল পার্টির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত কানিজ মৌলী। যোগ্যতা, দক্ষতায় কানিজ মৌলী নির্বাচিত হবার মতো প্রার্থী। ওকভিলে গিয়েই তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এসেছি। আমি চাই, মনে প্রাণেই চাই- ডলি বেগম, কানিজ মৌলী দুজনেই কুইন্সপার্কের বাসিন্দা হোক, দুজনেই নির্বাচিত হোক।

৬. দ্বিতীয়বার প্রার্থীতা ঘোষনা করায় ডলি বেগমকে অভিনন্দন জানাই।আসুন আমাদের মেয়েদের আমরা জিতিয়ে আনি। ডলির জন্য আন্তরিক শুভ কামনা
লেখক: শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, হোষ্ট- ‘শওগাত আলী সাগর লাইভ’।

Exit mobile version