অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরের মেয়র নির্বাচনে প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট প্রার্থী জয়লাভ করেছেন। ফ্লোরিডার মায়ামিতে মেয়র পদে জয় পেয়ে আইলিন হিগিন্স (৬১) শুধু তিন দশকের মধ্যে প্রথম ডেমোক্র্যাটই নন, বরং প্রথম নারী মেয়রও হয়েছেন।
ডেমোক্র্যাট আইলিন হিগিন্স রানঅফ নির্বাচনে ৫৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী এমিলিও গনসালেজ পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট।
গনসালেজকে সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হিগিন্স এর আগে কাউন্টি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘মায়ামি নতুন দিক বেছে নিয়েছে… আপনারা বিশৃঙ্খলার চেয়ে দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন।’
হিগিন্সের এই জয় সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের আরেকটি সংযোজন।
হিগিন্স আরো বলেন, তার এই বিজয় আগামী কাজের সূচনা এবং মায়ামির চলমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দ্রুত কাজ শুরু করবেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি শহর গড়ে তুলব, যা সবার।’
ইমিগ্রেশন, সাশ্রয়ী আবাসনসহ নানা ইস্যুতে প্রচারণা চালিয়ে হিগিন্স বারবার তার নেতৃত্বের ধরণকে ট্রাম্পের বিপরীত হিসেবে তুলে ধরেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প আর আমার বাসিন্দাদের (যাদের অনেকেই অভিবাসী) সঙ্গে আচরণের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি।
মেয়র প্রার্থীদের টেলিভিশন বিতর্কে তিনি ট্রাম্পের অভিবাসন নীতিকে ‘অমানবিক ও নিষ্ঠুর’ বলে আখ্যা দেন। তবুও তিনি বলেন, ‘যেখানে সম্ভব ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করবেন, কিন্তু যেখানে দ্বিমত হবে, সেখানে আমি স্পষ্টভাবে নিজের অবস্থান জানাব।’
নির্বাচনটি আনুষ্ঠানিকভাবে দল-নিরপেক্ষ হলেও হিগিন্সকে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাট, যার মধ্যে ছিলেন সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী এমিলিও গনসালেজকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস।
হিগিন্স বিদায়ী মেয়র ফ্রান্সিস সুয়ারেজের স্থলাভিষিক্ত হবেন।
তিনি একসময় রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে অংশ নিয়েছিলেন।
এর আগে ডেমোক্র্যাটরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দফা গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতেও বড় জয় পায়—নিউইয়র্ক সিটিতে জোহরান মামদানি জয়ী হন, ভার্জিনিয়ায় অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকানদের কাছ থেকে গভর্নর পদ দখল করেন,
নিউ জার্সিতে মিকি শেরিল গভর্নর নির্বাচিত হন। হিগিন্সের জয় সেই ধারাবাহিক সাফল্যেরই সর্বশেষ অধ্যায়।
সূত্র : বিবিসি
