Home বিনোদন ঢাকা-কলকাতা ‌দুই শহরকেই প্রচণ্ড মিস করি: জয়া

ঢাকা-কলকাতা ‌দুই শহরকেই প্রচণ্ড মিস করি: জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। হাতে রয়েছে ঢাকা এবং কলকাতার একাধিক ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে সঙ্গে কথা বলেন জয়া…

কলকাতা ছাড়া পূজা ভাবতেই পারেন না বলেছিলেন। পূজা এবার কোথায় কাটলো?

আসলেই তো তাই। ঢাকায় ঈদ আর কলকাতায় পূজা। যারা কলকাতার পূজা উদযাপন দেখেছেন তারা সেখানের পূজার আনন্দ কতটা সেটা বুঝতে পারবেন। আর ঢাকা তথা বাংলাদেশের ঈদ। তবে এবার কলকাতায় পূজা দেখা হয়নি। ঢাকাতেই ছিলাম। কলকাতার মানুষও এবার তাদের পূজা তেমন করে উদযাপন করেনি। করোনার কারণে সব উৎসবের রঙই তো সাদাকালো হয়ে আছে।

কলকাতায় আপনার দ্বিতীয় বাড়ি। এখন তো ঢাকায় থাকছেন। কলকাতাকে কতটা মিস করছেন?

পশ্চিমবঙ্গের যোধপুর পার্কে আমার বাড়ি। যেহেতু এখন নিয়মিত কলকাতায় কাজ করছি। সে জন্য বাড়িটা নেয়া। যখন কলকাতায় যাই তখন ঢাকাকে মিস করি। আবার যখন ঢাকায় থাকি তখন কলকাতাকে মিস করি। এখন সবচেয়ে বেশি মিস করছি কাজকে।

বাংলাদেশের ছবিতে কাজের খবর জানতে চাই?
ক’দিন আগে মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাসের শুটিং শেষ করলাম। আর লকডাউনের ঘরবন্দী সময়ে শুটিং করেছিলাম নির্মাতা পিপলু আর খানের একটি ছবি।

আর কলকাতার ছবি?
ইন্দ্রদীপ দাশগুপ্তের ‌’অসতো মা সদগময়’-এর জন্য মৌখিক কথাবার্তা হয়ে আছে। শিলাদিত্যর তৃতীয় ছবি ছেলেধরাতেও থাকছি আমি। কলকাতায় যাওয়ার পরই ছবিগুলোর শুটিং শুরু হবে। ততদিন অপেক্ষায় থাকতে হচ্ছে আমাকে।

Exit mobile version