রাশিদা আউয়াল

করোনা ভাইরাস এখনও যেখানে ভরপুর
সেখানে মৃত্যু আর কতদূর,
ভাইরাসে আক্রান্তে নেয় না কারো খবর
মিলছে না দাফন কাফন কবর।

হৃদয় উজারে ভালোবেসেছিলে যারে
করোনার মৃত্যুতে দেখনি তারে,
বুকের রক্তে লালন করেছিলে কত আদরে
করোনা আক্রান্তে মুখটি দেখনি আহারে।
একি কঠিন নিষ্ঠুর অভিশাপ বাবার মৃত্যুতে দেখেনা মুখ,
এ কোন অদৃশ্য মৃত্যুঞ্জয়ী পাপ
সন্তান না দেখে বাবার দু:খ।

এ কেমন মরন ব্যধি বিশ্ব জুড়ে
ঘুরছে বিপদ ঘরে বাহিরে,
ভয় আতংক সবার অন্তরে
সকাল সাঁঝে বিধাতাকে স্মরণ করে।