Home বিনোদন ফোর্বসের সম্পদশালী নারীর তালিকায় রিহানা-টেলর-বিয়ন্সে

ফোর্বসের সম্পদশালী নারীর তালিকায় রিহানা-টেলর-বিয়ন্সে

বিনোদন ডেস্ক : ফোর্বসের সম্পদশালী নারীর তালিকায় শীর্ষে রয়েছেন রিহানা, বিয়ন্সে এবং টেলর সুইফট। এই তালিকায় প্রতিভাবান শিল্পীদের অসাধারণ কৃতিত্বের পাশাপাশি তাদের বিপুল সম্পদ এবং প্রভাব তুলে ধরা হয়। এবছর এই তালিকায় যুক্ত হয়েছেন বিনোদন জগতের ম্যাডোনা, অপরাহ এবং ডলি পার্টনের মতো আইকনিক ব্যক্তিত্ব।

রিহানা
রিহানা তার সমবয়সীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন তালিকায়। তালিকার শীর্ষ ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন এই পপতারকা। ১.৪ বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদ রয়েছে তার।

টেলর সুইফট
সঙ্গীত জগতের আরেক প্রভাবশালী তারকা টেলর সুইফট ফোর্বসের তালিকায় ৩৪তম স্থান অর্জন করেছেন। আনুমানিক ৭৪০ মিলিয়ন ডলারের সম্পদের মালিক তিনি। সুইফটের রেকর্ড-ব্রেকিং মিউজিক ও অ্যালবাম বিক্রি এবং মিউজিক্যাল ট্যুর তার সম্পদ অর্জনে ভূমিকা রাখে।

বিয়ন্সে
খ্যাতিমান পপতারকা বিয়ন্সে ৫৪০ মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আছেন তালিকায় ৪৮তম স্থানে। সঙ্গীতে তার তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে এই সম্পদের মালিক হয়েছেন তিনি। ফ্যাশন হাউস বালমেইনের সঙ্গে অংশীদারিত্ব তার সম্পদের অন্যতম উৎস।

এছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন অপরাহ, কিম কারদাশিয়ান, কাইলি জেনার, ম্যাডোনা, সেলিন ডিওন, ডলি পার্টন, রিজ উইদারস্পুন, বারব্রা স্ট্রিস্যান্ড, সেরেনা উইলিয়ামস এবং শোন্ডা রাইমস মি। সূত্র : ফোর্বস

Exit mobile version