Home কানাডা খবর “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ” এর কানাডা প্রবাসী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন “ইউনাইটেড বাউ...

“বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ” এর কানাডা প্রবাসী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন “ইউনাইটেড বাউ এলামনাই ইন কানাডা (ইউবাউ কানাডা)”র কার্যকরি কমিটি (২০২৩-২০২৪) গঠিত

গত ১৪ জানুয়ারি, ২০২৩ শনিবার কানাডার টরন্টোতে বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী কৃষি বিশ্ববিদ্যালয় “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ” এর কানাডা প্রবাসী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন “ইউনাইটেড বাউ এলামনাই কানাডা”র প্রথম বার্ষিক সাধারণ সভা (২০২৩) ও পরিচালনা পর্ষদের সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ (বাকসু) এর সাবেক ভিপি ফায়েজুল করিমকে সভাপতি ও মির্জা মোস্তাফিজুর রহমান পারভেজেকে সাধারণ সম্পাদক করে দুই বৎসর মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট প্রথম কার্যকরি কমিটি (২০২৩-২০২৪) গঠিত হয়। বাকসু’র সাবেক সম্পাদক ও এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস্ ইন কানাডার সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রধান নির্বাচন কমিশনার, সৌমেন সাহা ও জামান ভূঁইয়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

বার্ষিক সাধারণ সভা-২০২৩ উদ্বোধন করেন সর্বজন শ্রদ্ধেয় কৃষিবিদ ডঃ মাহবুব রেজা।
“ইউনাইটেড বাউ এলামনাই কানাডা” কার্যকরি কমিটি (২০২৩-২০২৪):
সভাপতিঃ মোঃ ফায়েজুল করিম।
সহ-সভাপতিঃ ১। দুলাল চন্দ্র পাল, ২। ডঃ প্রশান্ত সরদার
সাধারণ সম্পাদকঃ মির্জা মোস্তাফিজুর রহমান।
সহ-সাধারণ সম্পাদকঃ ১। জিয়াউল আহছান চৌধুরী, ২। কাজী জাকির আহসান হাবিব।
ট্রেজারারঃ মোঃ আব্দুর রাজ্জাক।
মেম্বারশিপ সেক্রেটারিঃ ফরিদ আহমেদ
ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারিঃ গোলাম আজম চৌধুরী
পাবলিকেশন এন্ড কমিউনিকেশন সেক্রেটারিঃ জাকারিয়া মোহাম্মদ মঈন উদ্দিন
চ্যারিটি এন্ড স্পন্সরশীপ (প্রজেক্ট ম্যানেজমেন্ট) সেক্রেটারিঃ রৌশন পারভীন
স্যোশাল মিডিয়া এন্ড ইনফরমেশন টেকনোলজি সেক্রেটারিঃ নাজমুল হুদা খান
নিউকামার সেটেলমেন্ট এন্ড কমিউনিটি ওয়েলফেয়ার সেক্রেটারিঃ মোঃ হুমায়ুন কবির
কালচারাল এফেয়ার্স সেক্রেটারিঃ মোসাদ্দেক হোসেন
প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারিঃ এ. এস. এম. মোস্তাক
ইয়ুথ এন্ড স্পোর্টস সেক্রেটারিঃ আব্দুল্লাহ মিয়া
ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারিঃ সেলিনা ইয়াসমিন
চিল্ড্রেন এন্ড ওমেন এফেয়ার্স সেক্রেটারিঃ জাহানারা খানম
মেম্বারস: ১। হোসেন কবির খান, ২। সাহেদা আজমী, ৩। সুমন সাঈয়েদ, ৪। মোঃ মাহবুব আলম, ৫। হাশমত আরা চৌধুরী জুঁই

Exit mobile version