রুমা বসু

বাংলা ভাষা, বাংলাদেশ, গর্ব করে বাংলার মানুষ,
বাঙালি হৃদয়ে তারা, মাতৃভূমি করেছে ধারণ।
গড়ে তোলে হৃদে তার, কল্পনায়, কতযে ফানুস,
বাংলার মানুষ ভাই, শুনবে না কোনই বারণ।
ভ্রাতৃত্বের বন্ধনটা বাঙালির বড় শক্ত ভাই,
শিক্ষা, সংস্কৃতি, মাধুর্যে, সারা বাংলা, ঐতিহ্যেতে ঘেড়া,
মনের টান নিয়েই, বাঙালিরা, করে যে বড়াই।
বীর বাঙালির মনে বাংলাদেশ সবচেয়ে সেরা।

মাতৃভাষা দাবি নিয়ে, বাঙালিরা আন্দোলন করে,
উনিশ শ’ বাহান্নতে রফিক জব্বারে হানিল।
পাকিস্তানি বর্বরেরা, একাত্তরে, রক্তে রাঙ্গা করে
‘ষোল ডিসেম্বরে ওরা বাংলা’ কাছে হার যে মানিল।

ত্রিশ লক্ষ বাঙালি প্রাণ দিল বাংলার মাটিতে,
তাই বাংলাদেশ ঠাঁই করে নিল বিশ্ব মানচিত্রে\
অটোয়া, কানাডা