Home আন্তর্জাতিক মহাকাশে সর্বোচ্চ সময় থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী

মহাকাশে সর্বোচ্চ সময় থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী

অনলাইন ডেস্ক : মহাকাশে সর্বোচ্চ সময় থাকার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রুশ নভোচারী ওলেগ কোনোনেনকো। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকোসমোস জানিয়েছে, মহাকাশে ওলেগ কোনোনেনকো সবমিলিয়ে ৮৭৮ দিন অবস্থান করেছেন। এর মাধ্যমে তিনি পূর্বের বিশ্বরেকর্ডটি ভেঙে ফেলেছেন।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, আগামী জুনে মহাকাশে এক হাজার দিন থাকার বিরল রেকর্ড গড়বেন কোনোনেনকো। আর সেপ্টেম্বরে এটি ১ হাজার ১১০ দিন ছাড়িয়ে যাবে।

আগের বিশ্বরেকর্ডটি ছিল গেনাডি পাদালকা নামের অপর এক রুশ নভোচারীর দখলে। রোববার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে গেনাডির রেকর্ডটি ভাঙেন কোনোনেনকো। গেনেডি সবমিলিয়ে মহাকাশে ৮৭৮ দিন ২৯ মিনিট ৪৮ সেকেন্ড অবস্থান করেছিলেন।

কোনোনেনকো রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার। তিনি এবার নিয়ে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

রুশ নভোচারী কোনোনেনকো জানিয়েছেন, মহাকাশে যখন তিনি থাকেন তখন নিজেকে একা লাগে না। কিন্তু যখন পৃথিবীতে ফেরেন তখন নিজ সন্তানদের জন্য খারাপ লাগে। কারণ তাকে ছাড়াই তারা বড় হচ্ছে।

Exit mobile version