বিনোদন ডেস্ক : ভূমিকম্পে ছারখার নিজের দেশের জন্য প্রার্থনা করছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। মরোক্কার ধ্বংসাবশেষ থেকে শোনা যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ। জমছে লাশের পাহাড়। জন্মভূমির এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মুম্বাইয়ে বসে চোখের জল ফেলছেন মরোক্কান সুন্দরী নোরা।

ইনস্টাগ্রাম স্টোরিতে শোকাহত অভিনেত্রী লিখেছেন- মরক্কোয় ভূমিকম্পের খবর শুনে ভেঙে পড়েছি। কত শহর ছারখার হয়ে গেছে। কত মানুষের প্রাণ গেছে। মরক্কোর মানুষের কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত। সবাই সুরক্ষিত থাকুক, এটাই প্রার্থনা করছি। খুব ভয়ানক পরিস্থিতি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, বন্ধুবান্ধব-স্বজনরা সবাই সুরক্ষিত রয়েছেন। যারা কাছের মানুষকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।

সেই সঙ্গে প্রার্থনার ইমো জুড়ে দিয়ে লিখেছেন, ইয়া রব রক্ষা করো।

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ২ হাজার। উদ্ধার কাজ চলছে। তবে এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মরক্কোর এ ভয়াবহ বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে প্রায় সব রাষ্ট্র। আর্থিক সাহায্য থেকে উদ্ধার কার্যে প্রযুক্তিগত সাহায্যে এগিয়ে এসেছে তারা। শোক প্রকাশ করেছেন তাবড় রাষ্ট্র নেতারাও। আর নিজের দেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আল্লার কাছে প্রার্থনা করছেন নোরা ফাতেহি।