Home আন্তর্জাতিক রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন বিলিয়নিয়র ইউরি মিলনার

রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন বিলিয়নিয়র ইউরি মিলনার

অনলাইন ডেস্ক : ইসরাইলি-রাশিয়ান বিলিয়নিয়র ইউরি মিলনার তার রুশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০১৪ সালেই তিনি রাশিয়া ছেড়ে যান, তবে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তার রুশ নাগরিকত্ব পরিত্যাগের কথা ঘোষণা করেন। মিলনার ইন্টারনেট ইনভেস্টমেন্ট কোম্পানি ‘ডিএসটি গ্লোবাল’-এর প্রতিষ্ঠাতা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইট বার্তায় মিলনার জানান, ২০১৪ সালে ক্রাইমিয়াকে অন্তর্ভূক্ত করার সময়েই আমি ও আমার পরিবার চিরজীবনের জন্য রাশিয়া ছেড়ে এসেছি। আর এই গ্রীষ্মে আমরা আমাদের রুশ নাগরিকত্ব ত্যাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি। রয়টার্স জানিয়েছে, ১৯৯৯ সাল থেকে মিলনার ইসরাইলের নাগরিক। ২০১৪ সালের পর থেকে তিনি আর রাশিয়া সফর করেননি। তাছাড়া রাশিয়ায় তার কোনো সম্পদও নেই। তার সম্পদের ৯৭ শতাংশই বাইরে থেকে অর্জিত। নিজের ওয়েবসাইটে মিলনার জানিয়েছেন, তিনি কখনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেননি।

Exit mobile version