Home বিনোদন শ্রীলঙ্কার ভঙ্গুর অর্থনীতির জন্য সহযোগিতা চাইলেন ইয়োহানি

শ্রীলঙ্কার ভঙ্গুর অর্থনীতির জন্য সহযোগিতা চাইলেন ইয়োহানি

বিনোদন ডেস্ক : সম্প্রতি অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির জনগণ ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্যের জন্য খারাপ পরিস্থিতি পার করছেন। আর ভঙ্গুর অর্থনীতির জন্য এই দেশটির পাশে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানালেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত আলোচিত গায়িকা ইয়োহানি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে শ্রীলঙ্কার জন্য সহযোগিতা আহ্বান করেছেন সিংহলী গায়িকা ইয়োহানি।

এদিন রাত পৌনে ১১টার দিকে দীর্ঘ একটি স্ট্যাটাসে এই গায়িকা বলেন, আমি আশা করি বিশ্বের যেকোনো জায়গা থেকে আমার সংগীতের সব ভক্তরা আমাকে সংগীতের সঙ্গে সম্পর্কহীন কিছু কথা বলতে দেবেন। যা আমার হৃদয়ের খুবই কাছের।

তিনি লিখেছেন, গত কয়েক সপ্তাহে যদিও আমি ভারতে ছিলাম। কিন্তু শ্রীলঙ্কা ফিরে এসে আমার দেশবাসীর স্বাধীন ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। দেশের মানুষের দুঃখ-কষ্ট দেখে এবং তাদের পাশে দাঁড়াতে না পেরে হৃদয়টা ভেঙে যাচ্ছে আমার।

ইয়োহানি লিখেছেন, দেশের একজন রাষ্ট্রদূত হিসেবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নীরবতা ভাঙার এবং দেশে ফিরে জনগণের কাছে কণ্ঠ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সব সময় বিশ্বাস করি, শব্দের থেকে জোরালো হচ্ছে কাজ এবং আমি শ্রীলঙ্কার কয়েকজন সহযোগী শিল্পীর সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। যারা আমার অনুভূতি ভাগ করে দেশে একটি বাস্তব উপায়ে অবদান রাখার জন্য কাজ করছে।

সিংহলী এই গায়িকা লিখেছেন, আমি আশা করি ভারত ও বিশ্বের আমার সব ভক্তরা এই প্রকল্পকে সমর্থন করবে এবং শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে। আমি আপনাদের সমর্থনের জন্য আহ্বান করায় দুঃখিত, কিন্তু এই কঠিন সময়ে শ্রীলঙ্কার মানুষের জন্য এটি খুবই প্রয়োজন। এরপর সর্বশেষ আর্থিক সহযোগিতা প্রদানের একটি লিংক শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের সিংহলী একটি গানে কণ্ঠ দেন ইয়োহানি। এরপর গানটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচনার জন্ম দেয়। সিংহলী ভাষার গানটি মাত্র তিন মাসের মধ্যে ৬০ মিলিয়ন ভিউ অতিক্রম করে। এছাড়া বলিউডের অনেক বড় বড় তারকারাও গানটির সঙ্গে ঠোঁট মিলিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর এরপর রাতারাতি গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন ইয়োহানি।

 

Exit mobile version