কিশলয় বড়ুয়া রিতুন

কোথায় গেলে পাবো তারে
খুঁজে বেড়ায় বারে বারে
দুঃখের মাঝে খুঁজছি সুখ
পাইনি দেখতে সুখের মুখ
সুখের পানে চেয়ে আছি মোরা
সহজে সুখ দেয় না যে ধরা
দালানকোঠা অর্থবিত্তে
সুখের অনুভব পাইনি যে চিত্তে
সুখের জলে নিভবে কবে
দুখের দহন জ্বলিছে এই ভবে
বৃথা যে করি সুখের আশা
এই জীবনে দুঃখ যে বাঁধিছে বাসা
সুখ নামক অতিথি পাখি আসে
ক্ষণিকের তরে
বিশ্বে মানব বিপন্ন আজি
দুঃখ যে আসে বারেবারে
কানাডা