Home কানাডা খবর সুনামগঞ্জে কানাডাপ্রবাসীদের উদ্যোগে ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জে কানাডাপ্রবাসীদের উদ্যোগে ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৫০০ শীতার্ত মানুষকে শুক্রবার বিকেলে নতুন কম্বল দেওয়া হয়েছে। কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর শহরের জেলা স্টেডিয়ামে কানাডাপ্রবাসীদের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়ের পাশে আমরা সংগঠনের সদস্যরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও কানাডার টরন্টোতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের ধর্মবিষয়ক সম্পাদক মো. আমজদ আলী। আরও উপস্থিত ছিলেন অসহায়ের পাশে আমরা সংগঠনের সংগঠক ও সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, শহরের সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, আইনজীবী নাজনীন বেগম, মাহবুবুল হাসান তালুকদার, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শামস শামীম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ প্রমুখ।

অসহায়ের পাশে আমরা সংগঠনটির সদস্যরা জানিয়েছেন, করোনা পরিস্থিতি শুরুর পর থেকে সুনামগঞ্জে তাঁরা বিভিন্নভাবে প্রায় ২ হাজার মানুষকে খাদ্যসহায়তা দিয়েছেন। সংগঠনটির মাধ্যমে একইভাবে করোনায় বিপাকে পড়া মানুষকে সহায়তা করেছে টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন।

Exit mobile version