বনানী বাবলি

সেই তখন
পুকুর ঘাটের ছায়ায় বসে
পদ্ম তোলার ক্ষণ ছিলো

সেই তখন
পাখির গানে
মন মাতালের সুর ছিলো

সেই তখন
শিশির ভেজা ঘাসের বুকে
শিউলি তোলার ধুম ছিলো

সেই তখন
লক্ষী পেঁচার বাসা খোঁজার
দুপুর ছিলো

সেই তখন
বৃষ্টি বেলায়
পুতুল খেলার দিন ছিলো

সেই তখন
দীঘির জলে
ডুবসাঁতারের চমক ছিলো

সেই তখন
মেঘ বালিকার
মন রাঙানোর রং ছিলো

সেই তখন
গাছের ছায়ায়
সবুজ পাতার দোল ছিলো

সেই তখন
বাসন্তী রং শাড়ির সাজে
লাচ্ছি পানের ধুম ছিলো

সেই তখন
সোনা রোদের আবেশ মেখে
মন ভেজানোর গান ছিলো।