Home বিনোদন ‘স্ট্রাগলের দিনগুলোতে অঝোরে কাঁদতে দেখেছি দিদিকে’

‘স্ট্রাগলের দিনগুলোতে অঝোরে কাঁদতে দেখেছি দিদিকে’

বিনোদন ডেস্ক : গত ২৫ জুন ৪৭-এ পা দিলেন কারিশ্মা কাপুর। নয়ের দশকের বলিউডের নায়িকাদের প্রথম সারিতেই শুধু নয় বরং প্রথম তিনজনের একজন ছিলেন তিনি। শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, গোবিন্দ- কার সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তিনি। তবে ক্যারিয়ারে তার যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। যদিও বলিউডের বিখ্যাত কাপুর বংশের অন্যতম সদস্য তিনি। তবুও সহজ ছিলো না তার পথ চলা।

জন্মদিনের আয়োজনে তার স্টাগলের অনেক গল্পই জানালেন ছোটবোন কারিনা কাপুর। বোনের ক্যারিয়ারের স্টাগল নিয়ে কারিনা বলেন, দিদি বেশ কষ্ট করে বলিউডডে এক নম্বর নায়িকার তকমা আদায় করে ছেড়েছিলেন তিনি।

কারিনা কাপুর একবার সিমি গারেওয়াল সঞ্চালনায় ছোটপর্দার চ্যাট শোতে হাজির হয়ে করিশ্মার স্ট্রাগলের দিনের কিছু কথা তুলে ধরেছিলেন। সেখানে কারিনা বলেন, ইন্ডাস্ট্রিতে স্ট্রাগলের দিনগুলোতে বহু রাত নিজের ঘরে অঝোরে চোখের জল ফেলেছেন দিদি করিশ্মা। মা ববিতা দিদিকে সান্ত্বনা দিচ্ছেন, এই দৃশ্যে বহুবার লুকিয়ে লুকিয়ে দেখেছেন করিনা। কারণ করিশ্মা কিংবা তাদের মা কখনওই চাইতেন না তাদের আশঙ্কা, কষ্ট করিনার মধ্যেও সংক্রমণিত হোক।

ওই শোতে কারিনা আরও জানান, এমনও হয়েছে দুঃখে কাঁদতে কাঁদতে ধরা গলায় করিশ্মা তাঁদের মা-কে বলছেন যে তিনি মনে হয় হেরে যাবেন। ইন্ডাস্ট্রিতে এত নোংরা রাজনীতি হচ্ছে যে তার ফলে তার দম আটকে আসছে। ‘প্রচুর দেখেছি সেসব দিনগুলোয়’।

সামান্য থেমে সাক্ষাৎকারে কারিন কারিশ্মাকে নিয়ে আরও বলেছিলেন,’ দিদির এই স্ট্রাগল, মায়েরও সমানভাবে কঠিন পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করা তাকে সাহস জুগিয়েছিল। ইন্ডাস্ট্রি এবং ক্যারিয়ারে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পাল্টা লড়াই তিনি চালিয়ে যেতে পেরেছেন যেহেতু তিনি ছোট থেকেই এই দু’জনের হার না মনোভাব দেখে এসেছিলেন। হিন্দুস্তান টাইমস

Exit mobile version