বকুল ভৌমিক

যেথায় সবুজ ঘাঁসের শিশির সিক্ত শিহরণ
নদীর ধারে উড়ে আসা শত পানকৌড়ির জলকেলি আর খাদ্য আহরণ
আতা গাছের আগডালে বউ কথা কও পাখির
মাথা উচু করে সুমধুর কলতান

হৃদয় পড়ে থাকে হেথায়
যেথায় খালের হাঁটু জলে আঁচল ছাঁকিয়া শিশুরা মাছ ধরার দুরন্ত উল্লাস মাঝে
সারি বেঁধে কৃষক ধানের বোঝা লয়ে সরু পথে ঘরে ফিরে বেলা সাঁজে

হৃদয় পড়ে থাকে হেথায়
যেথায় অগ্রহায়ণে কৃষকের পালায় পাকা ধান আর শত সৌরভের নবান্নের গান

হৃদয় পড়ে থাকে হেথায়
যেথায় ভাসে মনের আকাশ
কৃত্তিকা, আদৃা আর কত নক্ষত্রের এলোমেলো বিন্যাস
ঘুচায় প্রাচীর ঘরে জমে থাকা মনের গহীন অমানিশার নাভিশ্বাস

ডুবে থাকা নতুন সভ্যতায় ঐতিহ্যবহ নীরস সমাজ অঙ্গনে
কি যেন অজানা মোহ বাধা এ মনে
সবই পিছে পড়ে রয় শিকড়ের টানে।
অটোয়া