Home বিনোদন হোটেল কর্মচারীদের সঙ্গে পার্টি করলেন বিরাট-আনুশকা!

হোটেল কর্মচারীদের সঙ্গে পার্টি করলেন বিরাট-আনুশকা!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির জন্য ২০২১ সালটা ছিল দুর্দান্ত। এ বছরই নিজেদের প্রথম সন্তান, কন্যা ভামিকার মুখ দেখেন তারা।

মেয়ের জন্মের পর এটাই দুজনের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। বর্তমানে ভারতের সম্প্রতি চলা টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকাতে আছেন এই দম্পতি। সেখানেই নতুন বছরকে স্বাগত জানালেন তারা।

নিজেদের নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করে আনুশকা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে লেখেন, ‘২০২১ আমাকে জীবনের সবচেয়ে বড় খুশি দিয়েছে। তাই মন থেকে ধন্যবাদ জানাই।’ দেখা যাচ্ছে হোটেলে থ্রি টায়ার কেক কাটছেন আনুশকা-বিরাট দম্পতি।

একইসঙ্গে আনুশকা নিজের ইনস্টা স্টোরিতে কিছু ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হোটেলের সকল কর্মচারীদের সঙ্গে বছরের শুরুটা উদযাপন করেন তারা। কেক কাটেন, নাচ করেন, এক ভিডিওতে বিরাটকে সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা যায়।

Exit mobile version