উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এনায়েত করিম বাবুল (ডান থেকে দ্বিতীয়), অন্যান্যরা হচ্ছেন (বাম থেকে) দেলোয়ার হোসেন দুলাল, সোলায়মান তালুত রবিন, মনিস রফিক এবং সাহিদুল আলম টুকু

অনলাইন ডেস্ক : গত ৮ই সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৬ষ্ঠ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে স্ক্যারবরোর ২২ লেভেবিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এবং ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে। এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৫২টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুলের এর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর সমন্বয়ক মনিস রফিক। বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে টরন্টো ফিল্ম ফোরাম ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর আয়োজন করে আসছে। এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। তিনি আরও জানান, একটি সৌহার্দ্যপূর্ণ বহুজাতিক সমাজ আমাদের সুন্দরভাবে বসবাস করার পথ তৈরি করে দিতে পারে। ফলে ২০১৭ সালে বহুজাতিক কানাডার পথ চলার ১৫০ বছরকে স্মরণীয় করার জন্য সেই বছর থেকে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়ে আসছে। এবারের চলচ্চিত্র উৎসবে পৃথিবীর ১০২টি দেশ থেকে প্রায় ৪০০০টি জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে ২৪টি দেশের মোট ৫২টি চলচ্চিত্রের প্রদর্শনী করা হবে।

চলচ্চিত্র উৎসবের প্রথম দিনের চলচ্চিত্রসমূহ

লিখিত বক্তব্য উপস্থাপনের পর চলচ্চিত্র প্রদর্শনী বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল, টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন, অর্থ বিষয়ক সম্পাদক সাহিদুল আলম টুকু ও সাধারণ সম্পাদক মনিস রফিক।

এনায়েত করিম বাবুল জানান, এবারে বাংলাদেশ বিমান আমাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেত্রীর এই উৎসবে যোগ দেবার জন্য বাংলাদেশ বিমান আমাদের ৪টি টিকিট স্পন্সর করেছে। আমরা আশা করছি, বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, মোহাম্মদ কাইউম এবং চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান এর এই উৎসবে উপস্থিত থাকবেন। ৬ষ্ঠ টরন্টোর মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ আয়োজনে স্পন্সর করছেন রিয়েল স্টেট ব্রোকার শেখ হাসিব হোসেন, ব্যারিস্টার চয়নিকা দত্ত, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, ব্যারিস্টার আরিফ হোসেন, ব্যারিস্টার রিজোয়ান রহমান, রিয়েল স্টেট এজেন্ট গৌতম পাল, রিয়েল স্টেট এজেন্ট রাইয়ান চৌধুরী, ইমিগ্রেশন কনসালটেন্ট মণীষ পাল প্রমুখ।

৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।