Home আন্তর্জাতিক করের দিয়ে ইউক্রেনকে সাহায্য করা বন্ধে প্রস্তাব মার্কিন প্রতিনিধির

করের দিয়ে ইউক্রেনকে সাহায্য করা বন্ধে প্রস্তাব মার্কিন প্রতিনিধির

অনলাইন ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেলর গ্রিন (জর্জিয়া রাজ্যের একজন রিপাবলিকান সদস্য) দেশটির আইনে একটি সংশোধনী আনার ইচ্ছা প্রকাশ করেছেন যা ইউক্রেনে কর রাজস্ব স্থানান্তর নিষিদ্ধ করবে।

‘মানুষ হত্যার জন্য আমাদের করের টাকা ইউক্রেনে যাওয়া বন্ধ করার জন্য আমি আজ একটি সংশোধনী আনব,’ তিনি তার এক্স পৃষ্ঠায় লিখেছেন।

তিনি আরও বলেছেন যে, নিরীহ মানুষের মৃত্যু রোধ করার জন্য কর রাজস্ব মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা উচিত।

এর আগে, টেলর গ্রিন ১ অক্টোবর থেকে শুরু হওয়া ২০২৬ অর্থবছরের জন্য মার্কিন প্রতিরক্ষা বাজেট থেকে ইউক্রেনের জন্য ৬০০ মিলিয়ন ডলার সহায়তা অপসারণের প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবিত আরেকটি সংশোধনী মার্কিন প্রতিরক্ষা বাজেটে কিয়েভকে যেকোনো সাহায্য অন্তর্ভুক্ত করা নিষিদ্ধ করবে। সূত্র: তাস।

Exit mobile version