Home আন্তর্জাতিক অস্ট্রিয়ার বিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৯

অস্ট্রিয়ার বিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৯

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার গার্জ শহরের একটি বিদ্যালয়ে গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছন। এর মধ্যে হামলাকারীর মরদেহও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার গার্জের ড্রেইয়ার্সশুটেনগাহস হাই স্কুলে এ ঘটনা গটে।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গার্জের মেয়র এলকার কাহর স্থানীয় সংবাদমাধ্যম এপিএ এজেন্সিকে বলেছেন, বন্দুক হামলায় নয় জন নিহত হয়েছে। এর মধ্যে বন্দুকধারী ব্যক্তিও রয়েছেন। আজ স্থানীয় সময় সকাল ১০টায় এ হামলা হয় বলেও জানান তিনি।

এপিএ জানায়, নিহতদের মধ্যে সাতজন ছাত্র ও একজন প্রাপ্তবয়স্ক স ব্যক্তি রয়েছে।

পুলিশ ধারণা করছে, হামলাকারী ছাত্রদের হত্যার পর নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তাদের বিশেষায়িত কোবরা টিম মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে যাচ্ছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টকার তার দৈনন্দিন কার্যাবলি স্থগিত করেছেন।

Exit mobile version