মন্ট্রিয়ল ডেস্ক: দুই ডোজ ভ্যাকসিন নেয়ার সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিদিনে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। সোমবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ি আরো ৩৭৬ জন এর মধ্যে করোনা নমুনা পাওয়া গেছে।

৮৬ শতাংশ ক্যুইবেকার এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন এবং ৭৮ শতাংশের বেশি দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। ১২ মিলিয়ন এর থেকেও বেশি সংখ্যক ভ্যাকসিন ডোজ দেয়া হয়েছে।
শেষ ২৪ ঘন্টায় ক্যুইবেক কোভিড ১৯ হালনাগাদ তথ্য ২৩শে আগস্ট ২০২১ সোমবার পর্যন্ত:
হ৩৭৬ জন করোনা সনাক্ত, এ পর্যন্ত সর্বমোট তিন লক্ষ ৮৫ হাজার ১২০ জন। হ৩ লক্ষ ৭০ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।
হনতুন মৃত্যু ১, সর্বমোট ১১২৮০ জন। হ৯৯ জন হাসপাতালে চিকিত্সাধীন।
হ৩১ জন আইসিউ-তে চিকিত্সাধীন। হ ১৪৪০৭ জন করোনা পরীক্ষা করেছে, এর মধ্যে সনাক্তের হার ২.৪ শতাংশ।
তথ্যসূত্র: ক্যুইবেক জন স্বাস্থ্য অধিদপ্তর।