Home আন্তর্জাতিক জি-৭ সম্মেলনে কানাডার আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সৌদি যুবরাজ

জি-৭ সম্মেলনে কানাডার আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) আসন্ন জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না। কানাডায় ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠেয় এই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেও তিনি তা গ্রহণ করেননি বলে বৃহস্পতিবার এক শীর্ষ কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে অনুপস্থিতির নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি।

জি-৭ গোষ্ঠীতে সৌদি আরব সদস্য নয়। তবে দেশটি অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে থাকে। এবারও এমবিএসকে আমন্ত্রণ জানানো হয়েছিল কানাডার ক্যানানাসকিসে আয়োজিত বৈঠকে।

গত কয়েক বছর ধরে যুবরাজ খুব কম আন্তর্জাতিক সফর করেছেন। গত বছর ইতালির জি-৭ সম্মেলনেও তিনি যাননি। একই বছর জাপানে একটি নির্ধারিত সফরও বাতিল করেন পিতার স্বাস্থ্যগত উদ্বেগের কারণে।

এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কানাডার পত্রিকা দ্য গ্লোব এন্ড মেইল প্রথম এমবিএসের অনুপস্থিতির খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির লিবারেল পার্টির ওপর চাপ কিছুটা কমাতে পারে। কারণ দলটির কিছু সংসদ সদস্য সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানানো নিয়ে খুশি ছিলেন না।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এমবিএস আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে রয়েছেন। তবে সৌদি সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

এ বছরের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ইউক্রেন, ভারত, মেক্সিকো, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নেতারা।

Exit mobile version