কানাডায় বাংলাদেশের কৃষিবিদদের সংগঠন আবাকান (Association of Bangladeshi Agriculturists in Canada) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।

এ উপলক্ষে ২১ তারিখ রাত ১২.০১ মিনিটে সংগঠনের পক্ষ থেকে টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থ এলাকায় অস্থায়ী নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পুষ্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ গোলাম মোস্তফা, কৃষিবিদ এ কে এম গোলাম কিবরিয়া, কৃষিবিদ সামসুযুহা, কৃষিবিদ প্রনব পোদ্দার, কৃষিবিদ কামাল মস্তফা হিমু ও কৃষিবিদ ডঃ মোঃ জিয়াউল হক। এরপর ২১-এর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিমাঙ্কের নীচের (-১৫০সে:) কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে শহীদ দের সন্মানার্থে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য কৃষিবিদ জনাব মোঃ গোলাম মোস্তফা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এটা প্রবাসে থেকেও মাতৃভাষা ও মাতৃভূমির টানের বহিঃ প্রকাশ।