মন্ট্রিয়ল ডেস্ক: হাইড্রো ক্যুইবেক ২৫ বছরের জন্য ২০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে নিউ ইয়র্কের সাথে। প্রিমিয়ার ফ্রান্সোয়া লিগাল্ট খুব উচ্ছ¡সিত এই চুক্তি নিয়ে। তিনি এই চুক্তিকে “পরিবেশের জন্য বিশাল সংবাদ” হিসেবে অভিহিত করেন।
এই চুক্ত বাস্তবায়িত হলে জীবাশ্ম শক্তি নবায়ণযোগ্য শক্তি দ্বারা প্রতিস্থাপিত হবে। নর্থ আমেরিকার ব্যাটারী বলে পরিচিত ক্যুইবেকের পাশাপাশি নিউ ইয়র্কও এই চুক্তির মাধ্যমে লাভবান হবে।

চুক্তিতে বছরে ১০.৪ টেরাওয়াট ঘন্টা বিদ্যুত বিনিময় করা হবে। তবে এর জন্য বর্ডারে ৬০ কিলোমিটার সংযোগ লাইন তৈরি করতে হবে।