Home আন্তর্জাতিক পার্লামেন্ট ঘেরাও করল ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা

পার্লামেন্ট ঘেরাও করল ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় চলমান বিক্ষোভ বড় আকার ধারণ করেছে। দেশটির রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত সপ্তাহের পুলিশি সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো সক্রিয় ভূমিকা রাখে। পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনায় তীব্র হয় আন্দোলন। এখন পর্যন্ত বিক্ষোভে ১০ জন নিহত হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠক এখনো না হওয়ায় তারা পার্লামেন্ট ঘেরাও কর্মসূচি পালন করছেন। আগেই বৈঠক হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি।

মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, এই বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য সরকার কঠোর সমালোচনার মুখে পড়ে।

গতকাল বুধবার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে ১০টি ছাত্র সংগঠনের সদস্যরা। সেখানে তারা পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বিপরীতে সংসদ সদস্যদের বিলাসী সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরে। এরপর ডেপুটি হাউস স্পিকার আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়ার কথা জানান। তবে এখনো সেই বৈঠক হয়নি।

Exit mobile version