অনলাইন ডেস্ক : বিশ্বের সবথেকে লম্বা নারী এখন তুরস্কের রুমেসা গেলগি। ৭ ফিট ০.৭ ইঞ্চি লম্বা গেলগির বয়স ২৪। সম্প্রতি তাকে বিশ্বের সবথেকে লম্বা নারী হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। যদিও গেলগি মূলত ওয়েভার সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তার উচ্চতা এতো বেশি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে জানানো হয়েছে, এই সিনড্রোমে আক্রান্ত হলে মানুষের উচ্চতা বৃদ্ধিসহ আরো বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এর আগে ২০১৪ সালে বিশ্বের সবথেকে লম্বা তরুণী হিসেবে গিনেজ রেকর্ডসে নাম লেখিয়েছিলেন গেলগি।

শারীরিক অসুস্থতার কারণে তাকে মূলত হুইলচেয়ারে করে চলাফেরা করতে হয়। তবে তিনি স্বল্প দূরত্বের পথ হাটতে পারেন।

তিনি তার এই রোগ সম্পর্কে মানুষকে জানাতে আগ্রহী। তিনি বলেন, সব সমস্যারই একটি ভাল দিক থাকতে পারে। তাই যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের উচিৎ নিজের সে অবস্থাকে মেনে নেয়া। একইসঙ্গে নিজের সম্ভাবনাগুলো সম্পর্কেও ধারণা রাখা উচিৎ যাতে জীবনে সেরাটা করা যায়।