অনলাইন ডেস্ক : এক নারীর বাড়ির উপর হেলে পড়া গাছ কাটতে এসে দুর্গন্ধ পেয়েছিলেন দমকলের কর্মীরা। ঘরের আরও কাছাকাছি আসতেই গন্ধটা আরও তীব্র হয়েছিল।

দমকল কর্মীদের মধ্যে একজন কৌতূহলবশত সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, ঘরের ভিতরে চেয়ারে বসা একটি কঙ্কাল। সেই ঘর থেকেই গন্ধ ভেসে আসছিল।

ঘটনাটি ইটালির লেক কোমো এলাকার। কোমো সিটি হলের এক শীর্ষ কর্মকর্তা ফ্রান্সেসকা ম্যানফ্রেডি জানান, সোমবার ঘর থেকে উদ্ধার হয় এক নারীর কঙ্কাল। তার নাম মারিনেলা বেরেটা। বছর সত্তরের ওই নারী একাই থাকতেন বাড়িতে।
কোভিড এবং লকডাউনের জেরে তিনি বাড়ি ছেড়ে খুব কম বের হতেন। তার আত্মীয়স্বজন বলতে বিশেষ কেউ নেই। দেহটি দেখার পর প্রাথমিক ভাবে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, তার মৃত্যু হয়েছে বছর দুয়েক আগে। যেহেতু ওই বাড়ির কাছাকাছি খুব একটা কেউ যেতেন না, ফলে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ টের পাননি।